ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যান। লম্বা সময় ধরে এক নম্বরে থাকা তার সতীর্থ বাবর আজম নেমে গেছেন এক ধাপ। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে গতকাল বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। চলতি এশিয়া কাপে হেসেই চলেছে রিজওয়ানের ব্যাট। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রান করেছেন তিনি ১৯২। গত শুক্রবার গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে খেলেন ১ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দুই দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পথে বড় অবদান রাখেন তিনি। লক্ষ্য তাড়ায় ৭১ রান করে গড়ে দেন জয়ের ভিত। ৫১ বলের ইনিংসটি সাজান ২ ছক্কা ও ৬ চারের সাহায্যে।দুর্দান্ত এই পারফরম্যান্সে এক ধাপ এগিয়েছেন রিজওয়ান। ১৯ রেটিং পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮১৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিলেন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close